নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহি বাসের চাপায় চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছে।

উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মনির আহমদ (৪২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকার সাবেক ইউপি সদস্য মৃত আকতার হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক।

আহতরা হল, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া এলাকার মৃত আলম শাহ’র ছেলে ছৈয়দ কাশেম (৬০), একই ইউনিয়নের পাগলির বিল এলাকার ছৈয়দ হোসেনের ছেলে রবিউল আলম (২১) এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হক (৪৫)।

আহত অপর একজনের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনা হতাহতরা সকলেই দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির চালক ও যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আব্দুস সামাদ বলেন, বৃহস্পতিবার রাতে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় কক্সবাজারমুখি ট্রাকের পিছনে থাকা অটোরিকশাকে একই মুখি যাত্রীবাহি একটি বাস ধাক্কা দেয়।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ” এতে অটোরিকশাটি ট্রাক ও বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় অটোরিকশাটির চালকসহ ৫ জন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।”

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, রাত সাড়ে ৯ টায় দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে অটোরিকশা চালক মনির আহমদ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। “

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক আব্দুস সামাদ।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago