নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম।
দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের দুদিনব্যাপী দশম পর্ব শুরু হবে। ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করছে।
দুদিনের এ সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সংলাপের অংশ নেওয়া কর্মকর্তারা দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনার ফলাফলের ভিত্তিতে একগুচ্ছ সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।
ইন্ডিয়া ফাউন্ডেশনের সূত্র জানিয়েছে, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও কূটনীতিকদের সমন্বয়ে একটি ৩৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সংলাপে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে অতিথিরা এ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার থেকে ভারতে আসতে শুরু করবেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে থাকবেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অসীম কুমার উকিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক কূটনীতিক তারেক করিম, শমসের মবিন চৌধুরী এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানসহ আরও অনেকে।
ভারতের প্রতিনিধিদলে থাকবেন- ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, বিজেপির সাবেক জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং ও ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক অলোক বানসাল।
২০১৯ সালের নভেম্বরে কক্সবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের নবম পর্ব অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…