বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে অংশ নিতে ভারত যাচ্ছেন আশেক ও নজিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম।

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের দুদিনব্যাপী দশম পর্ব শুরু হবে। ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করছে।

দুদিনের এ সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সংলাপের অংশ নেওয়া কর্মকর্তারা দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনার ফলাফলের ভিত্তিতে একগুচ্ছ সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া ফাউন্ডেশনের সূত্র জানিয়েছে, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও কূটনীতিকদের সমন্বয়ে একটি ৩৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সংলাপে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে অতিথিরা এ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার থেকে ভারতে আসতে শুরু করবেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে থাকবেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অসীম কুমার উকিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক কূটনীতিক তারেক করিম, শমসের মবিন চৌধুরী এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানসহ আরও অনেকে।

ভারতের প্রতিনিধিদলে থাকবেন- ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, বিজেপির সাবেক জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং ও ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক অলোক বানসাল।

২০১৯ সালের নভেম্বরে কক্সবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের নবম পর্ব অনুষ্ঠিত হয়।

nupa alam

Recent Posts

উখিয়ায় জমি বিরোধের জেরে সংঘর্ষে আহত আরও এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

উখিয়া প্রতিবেদক : উখিয়ার কুতুপালংয়ে জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত এক নারী দুইদিন পর…

23 hours ago

মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর সহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। চকরিয়া থানার ওসি মো.…

23 hours ago

কক্সবাজার সমুদ্র সৈকতে ২৫০ কাছিমের বাচ্চা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের সমুদ্র সৈকতে ২৫০ টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের বাচ্চা অবমুক্ত করা…

23 hours ago

চার জলদস্যু অস্ত্রসহ আটকের পর পুলিশে সোপর্দ

মহেশখালী প্রতিবেদক : মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় জনতার তৎপরতায় ডাকাতির…

1 day ago

সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ প্রতিবেদক: টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার…

1 day ago

কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…

2 days ago