নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীতে নিখোঁজ বাংলাদেশি জেলে মোহাম্মদ ইলিয়াছের (৫০) এখনো খোঁজ মেলেনি। মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে ঢুকে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ইলিয়াছ ও তাঁর সঙ্গীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। সঙ্গী নদী সাঁতরে ফিরে এলেও ইলিয়াছ নিখোঁজ হন।
নিখোঁজ ইলিয়াছ টেকনাফের হোয়াইক্যং (বিজিবি তল্লাশিচৌকি) এলাকার বাসিন্দা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, ৯ ফেব্রুয়ারি নাফনদীতে মাছ ধরে যান গুরা মিয়া ও ইলিয়াস। কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষি বাহিনী গুলি করলে গুরা মিয়া ফেরত আসে। কিন্তু ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে ইলিয়াস।
টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গত বুধবার সকালের দিকে ইলিয়াছ নিখোঁজ হন। দুই জেলে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অন্তত ১০০ গজ ভেতরে ঢুকে মাছ ধরছিলেন। একপর্যায়ে বিজিপি সদস্যরা থামার জন্য নির্দেশ দিলে তাঁরা বাংলাদেশের জলসীমার দিকে আসার চেষ্টা করেন। তখনই দুই জেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিপি।
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, নিখোঁজ জেলের ভাগ্যে কী ঘটেছে, বিজিবি এখনো নিশ্চিত নয়। ইলিয়াছ গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয়েছেন, নাকি বিজিপির সদস্যরা ধরে নিয়ে গেছেন, তা এখনো জানা যায়নি। ঘটনার পরদিন বিজিপির সঙ্গে যোগাযোগ করে জেলে ফেরত চেয়ে একটি চিঠি পাঠানো হলেও এখনো চিঠির জবাব পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…