নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৬০), মৃত হাবিবুর রহমানের ছেলে। সে ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ আশ্রয় শিবিরের সাব মাঝি (সর্দার) হিসেবে দায়িত্বরত ছিলেন।
উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক বলেন, কুতুপালং আশ্রয়শিবিরের ক্যাম্প ২ ইস্ট নিজ ব্লকে অবস্থান করছিলেন আবুল কালাম। রোববার সকালে অজ্ঞাতনামা বেশ কয়েকজন দুষ্কৃতিকারি এসে আবুল কালামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
“পরে আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় আইওএম হাস্পাতাল পরে কক্সবাজার সদর হাসপাতাল প্রেরন করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে আবুল কালাম মারা যান।”
অধিনায়ক নাইমুল হক বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা প্রাথমিকভাবে জানা গেছে। তবে এঘটনায় জড়িতদের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে এবং মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…