নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার মালুমঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত পাঁচ ভাইয়ের ধর্মীয় রীতি মতে আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হয়েছে।
শুক্রবার বেলা ১২ টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় নিহতদের বাড়ীতে এ আয়োজন করা হয়।
নিহতদের বাড়ীর আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানস্থলের পূজামন্ডপে চেয়ারের উপর ফুলের মালা দিয়ে একে একে সাজিয়ে রাখা হয় নিহত ৫ ভাইয়ের ছবি।ছবিগুলোর সামনে রাখা হয়েছে পূজা-আচারের নানা উপকরণ। প্রস্তুতি শেষ হলেই শ্বেতবস্ত্র পরিধান করে পুরোহিতের সামনে উপস্থিত হন নিহতদের স্ত্রী ও সন্তানরা। এরপর ধর্মীয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় নিহতদের উদ্দ্যেশে আদ্যশ্রাদ্ধের ক্রিয়াকর্ম।
নিহতদের বাড়ীতে অনুষ্ঠানস্থলে সমবেত স্বজনদের মাঝে দেখা গেছে শোকের পাশাপাশি ক্ষোভের বহির্প্রকাশ। এদের কেউ কেউ শোকের মুহ্যমান হলেও ঘটনার চারদিন পরও ঘাতক চালক ও মালিককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে না পারায় অনেকের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
অন্যদিকে নিহতের স্বজনদের সমবেদনা জানাতে ভিড় জমেছে বিভিন্ন স্তরের লোকজনের।
তারা দাবি, দুর্ঘটনাটি যেভাবে ঘটেছে তা পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনার পর স্থানীয়রা সড়কের পাশে জঙ্গল থেকে ঘাতক পিকআপটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও এখনো পর্যন্ত চালক ও মালিককে গ্রেপ্তার করতে সক্ষম হননি। ঘটনার চারদিন পরও পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কেউ নিহতদের স্বজনদের কোন খোঁজ-খবর নেয়নি। এ নিয়ে তারা ঘাতক চালক ও মালিককে রক্ষায় অবহেলার পাশপাশি যোগসাজশের অভিযোগ তুলেছেন।
গত ৮ ফেব্রুয়ারী ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় শ্মশানে বাবার উদ্দ্যেশে পূজা শেষে বাড়ী ফিরতে রাস্তা পার হচ্ছিল ৯ ভাই-বোন। এসময় কক্সবাজারমুখি একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় ৫ ভাই নিহত এবং ৩ জন আহত হন । এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই ভাই-বোন। এদের মধ্যে রক্তিম সুশীল নামের একজনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) রাতেই নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…