নিজস্ব প্রতিবেদক : রামু উপজেলার চার শিক্ষার্থীকে সেন্টমার্টিন বেড়ানোর কথা বলে রোহিঙ্গা দুষ্কৃতিকারি কর্তৃক অপহরণের ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার মো. নুরুল আমীন (১৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার আব্দুল মোনাফের ছেলে। সে রামু উপজেলার পেঁচারদ্বীপ থেকে চার শিক্ষার্থীকে অপহরণ ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত আসামি।
গত ৮ ডিডেম্বর রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার বাতিঘর নামের একটি আবাসিক কটেজের দুই রোহিঙ্গা কর্মচারী স্থানীয় চার শিক্ষার্থীকে সেন্টমার্টিন বেড়ানোর কথা বলে টেকনাফের নিয়ে গিয়ে জিন্মি করে। পরে ঘটনার তিনদিন পর র্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই চার শিক্ষার্থীকে উদ্ধার করে।
এ ঘটনায় অপহৃত এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার তারিকুল বলেন, বৃহস্পতিবার বিকালে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে রামুর চার শিক্ষার্থীকে অপহরণ ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত এক আসামি অবস্থান করছে খবরে এপিবিএন একটি দল অভিযান চালায়। এতে উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…