নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় ‘পূর্ব শত্রুতার জেরে’ দোকানে ঢুকে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি জানান, সোমবার রাতে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটেছে।
নিহত লতিফ উল্লাহ (৩৩) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সুফিপাড়ার মৃত মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইলিয়াছ সওদাগরের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে চকরিয়ায় অবস্থান করতেন।
স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোডে লতিফ উল্লাহ’র মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন মালামালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করতে লতিফ মালামাল গুছিয়ে রাখছিলেন। এক পর্যায়ে অজ্ঞাত একদল দূর্বৃত্ত আকস্মিক দোকানে ঢুকে তাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। এসময় তার শোর-চিৎকারে আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
” পরে স্থানীয়রা লতিফ উল্লাহকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, ” স্থানীয়রা জানিয়েছে, হামলার সময় দূর্বৃত্তরা দোকানে লুটপাটও চালিয়েছে। প্রাথমিকভাবে হামলার ধরণ দেখে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা সংঘটিত করেছে। “
তবে কারা, কি কারণ হত্যার এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানান ওসমান।
ওসি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন বলে জানান ওসমান।
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…