নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় ‘পূর্ব শত্রুতার জেরে’ দোকানে ঢুকে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি জানান, সোমবার রাতে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটেছে।
নিহত লতিফ উল্লাহ (৩৩) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সুফিপাড়ার মৃত মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইলিয়াছ সওদাগরের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে চকরিয়ায় অবস্থান করতেন।
স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোডে লতিফ উল্লাহ’র মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন মালামালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করতে লতিফ মালামাল গুছিয়ে রাখছিলেন। এক পর্যায়ে অজ্ঞাত একদল দূর্বৃত্ত আকস্মিক দোকানে ঢুকে তাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। এসময় তার শোর-চিৎকারে আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
” পরে স্থানীয়রা লতিফ উল্লাহকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, ” স্থানীয়রা জানিয়েছে, হামলার সময় দূর্বৃত্তরা দোকানে লুটপাটও চালিয়েছে। প্রাথমিকভাবে হামলার ধরণ দেখে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা সংঘটিত করেছে। “
তবে কারা, কি কারণ হত্যার এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানান ওসমান।
ওসি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন বলে জানান ওসমান।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…