নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় লিফটে আটকে পড়েছিলেন বিমানের ৪ জন যাত্রী। পরে যাত্রীরা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা পর তাদের উদ্ধার করেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসাইন।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় লিফটে বিমানের ৪ জন যাত্রী ছিল। পরে বিদ্যুৎ আসলেও লিফটতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা আটকা পড়ে। এসময় যাত্রীরা ৯৯৯ নাম্বারে কল করে সহযোগিতা কামনা করে। তারপর ৯৯৯ থেকে কক্সবাজার ফায়ার স্টেশনে কল দিলে দ্রুত বিমান বন্দরে গিয়ে প্রায় ১ ঘন্টা পর লিফট থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যান্ত্রিক ক্রটির কারণে এ সমস্যা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে যাত্রীরা সবাই সুস্থ রয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিমাবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, মূলত যাত্রীরা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরও লিফট। লিফটটি বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। লিফটটি মাঝে-মধ্যে সমস্যা করত। যার কারণে
একজন অপারেটর রাখার জন্যও বলা হয়েছিল। কিন্তু অপারেটর উপস্থিত না থাকাতে এ সমস্যাটি হয়েছে। আর যাত্রীরাও দ্রুত ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…