নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় লিফটে আটকে পড়েছিলেন বিমানের ৪ জন যাত্রী। পরে যাত্রীরা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা পর তাদের উদ্ধার করেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসাইন।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় লিফটে বিমানের ৪ জন যাত্রী ছিল। পরে বিদ্যুৎ আসলেও লিফটতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা আটকা পড়ে। এসময় যাত্রীরা ৯৯৯ নাম্বারে কল করে সহযোগিতা কামনা করে। তারপর ৯৯৯ থেকে কক্সবাজার ফায়ার স্টেশনে কল দিলে দ্রুত বিমান বন্দরে গিয়ে প্রায় ১ ঘন্টা পর লিফট থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যান্ত্রিক ক্রটির কারণে এ সমস্যা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে যাত্রীরা সবাই সুস্থ রয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিমাবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, মূলত যাত্রীরা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরও লিফট। লিফটটি বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। লিফটটি মাঝে-মধ্যে সমস্যা করত। যার কারণে
একজন অপারেটর রাখার জন্যও বলা হয়েছিল। কিন্তু অপারেটর উপস্থিত না থাকাতে এ সমস্যাটি হয়েছে। আর যাত্রীরাও দ্রুত ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…