ক্যাম্পে ৬ খুন : অন্যতম হত্যাকারী জানে আলম গ্রেপ্তার

ইমরান আল মাহমুদ, উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৬জন রোহিঙ্গা হত্যার অন্যতম হোতা জানে আলম কে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। একইসাথে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন জানে আলম।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

জানা যায়, গত ২২ অক্টোবর গভীররাতে রোহিঙ্গা ক‌্যাম্প-১৮ এর “দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া” মাদ্রাসায় একটি সংঘবদ্ধ রোহিঙ্গা দুষ্কৃতিকারী দলের নৃশংস হামলায় ৬জন রোহিঙ্গা নিহত হয়। যা সিক্স মার্ডার নামে সারাদেশে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই এপিবিএন পুলিশ মামলাটির রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় চলমান অভিযানের জেরে সোমবার(৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে ক্যাম্প-৯ এর সি-১১ ব্লকে অভিযান চালিয়ে সি-১৭ ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে মো. জানে আলম(২৫) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, ক্যাম্পে নিয়মিত অভিযানের জেরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিক্স মার্ডারের অন্যতম হত্যাকারী রোহিঙ্গা জানে আলম কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। জানে আলম জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

পুলিশ সুপার আরও জানান,সিক্স মার্ডারের বিষয়ে জানে আলম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে ক্যাম্প-১৮ এর এ-৩৮ ব্লকের রোহিঙ্গা ইব্রাহীমকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে বলে জানান তিনি। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আলোচিত ৬জন রোহিঙ্গা হত্যার পর থেকে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং খুনীদের গ্রেফতারে অভিযান চালিয়ে এ পর্যন্ত হত্যাকাণ্ডে সাথে জড়িত ১৮জনকে গ্রেফতার করে। সর্বশেষ জানে আলম কে গ্রেফতারপূর্বক তদন্তকারী সংস্থা পিবিআই এর মাধ্যমে আদালতে প্রেরণ করা হলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago