ইমরান আল মাহমুদ, উখিয়া: রোহিঙ্গাদের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে ক্যাম্প-৭ এ বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।
সোমবার(৬ ডিসেম্বর) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর আওতাধীন নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প-৭ এ বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.নাইমুল হক বলেন, রোহিঙ্গাদের মাঝে পুলিশি সেবা আরও সহজ এবং দ্রুত পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা নিরাপদ থাকুক। রোহিঙ্গারা আমাদের অতিথি। একটি বিশেষ পরিস্থিতিতে তারা(রোহিঙ্গারা) আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছেন। পরিস্থিতি উন্নত হলে তারা আবার তাদের দেশে ফিরে যাবেন। ততদিন পর্যন্ত তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যদি কোন দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বে-আইনী কর্মকাণ্ডে জড়িত হয় বা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড করে সে যেই হোক না কেনো তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প-৭ অপরাধ প্রবণ এলাকা হওয়ায় বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে আরও দ্রুত পুলিশী সেবা পৌঁছে দেয়া সহজ হবে।পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চলমান বিশেষ অভিযান ক্যাম্পের সকল অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
এসময় ১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার মো. শরিফুল ইসলাম, ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক, সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, ক্যাম্প এলাকার মাঝি, সাব মাঝি, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ এবং এনজিও ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এক নারীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে ভোর…
রামু প্রতিবেদক: রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘন্টা চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধ…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া নামক এলাকায় মাছ শিকারে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।…