নির্বাচনের ২ দিন পর স্কুলের আলমিরায় ১৪ টি খালি ব্যালেট

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় তৃতীয় ধাপের ইউনিয়র পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হয়ে গেছে গত ২৮ নভেম্বর। এর প্রায় দুই দিন পর এক কেন্দ্রের আলমিরায় পাওয়া গেছে খালি ব্যালট পেপার।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্যালেট পেপারের খোঁজ মেলে পেকুয়ার মধ্যম উজানটিয়া ভেলুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমিরায়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহমদ হোসেন বলেন, সকালে ছাত্রছাত্রী আসার পর আমি অফিস খুলে দিই কক্ষগুলো একটু পরিষ্কার করার জন্য। এসময় অফিসের স্টিলের আলমিরা খুলে দেখি কতগুলো ব্যালেট পেপার।

উজানটিয়ার নৌকার প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মধ্যম উজানটিয়া ভেলুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের আলমিরা থেকে ব্যালেট পেপার উদ্ধারের সরাসরি ভিডিও চিত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।

ঘটনায় মামলা দায়ের করা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ব্যালেট পেপার উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন উজানটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।

আনোয়ারুল বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আলমিরা থেকে ব্যালেট পেপার উদ্ধারের কিছু ভিডিও চিত্র এবং উদ্ধার করা ১৪ টি ব্যালেট পেপার চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দেখিয়েছেন। ব্যালেট পেপারগুলো তার (শহীদুল) কাছে রয়েছে।

” ব্যালেট পেপারগুলোর মধ্যে ১০ টি চেয়ারম্যান প্রার্থীর, ২ টি সাধারণ সদস্য প্রার্থীর ও ২ টি সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর। তবে ব্যালেট পেপারগুলো মূল বইয়ের নম্বরের সঙ্গে সিরিয়াল (ক্রমিক নম্বর) মিল রয়েছে। কিন্তু ব্যালেটগুলোতে কোন ধরণের সিলমারা ছিল না। “

ব্যালেট উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. বেলাল হোছাইনের সঙ্গে আলাপের বরাতে রিটার্নিং কর্মকর্তা বলেন, ” প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ভুল বশতঃ ব্যালেট পেপারগুলো স্কুলের আলমিরাতে ফেলে এসেছেন। ওইগুলোতে কোন ধরণের সিলমারা ছিল না। “

তবে ঘটনার ব্যাপারে তদন্ত করে সত্যতা পেলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আনোয়ারুল।

nupa alam

Recent Posts

আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন…

14 hours ago

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলক সী-ট্রাক চালুর মধ্য দিয়ে কক্সবাজার-মহেশখালী নৌপথে যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন…

15 hours ago

চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…

1 day ago

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…

1 day ago

মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী

১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…

2 days ago

টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেডটি (হাত…

2 days ago