পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় ইজিবাইক চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)।
স্থানীয় বাসিন্দা আবদু রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক চালক। আজ দুপুরের দিকে তার ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে যায় গেলে ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কাইছার। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত দু’জন বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক এ ঘর পেয়েছিলেন তারা।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…