ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের ঝিমংখালী সংলগ্ন নাফনদীর তীর এলাকায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা সহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার ভোরে হোয়াইক্যং ইউপি ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়া বালুখালী ১১নম্বর ক্যাম্পের বাসিন্দা মোঃ হাসানের ছেলে মোঃ মুজিবুর রহমান (২১), একই ক্যাম্পের মোঃ আবু সৈয়দের ছেলে মোঃ মাহবুবর রহমান (২০) ও মোঃনুর ইছামতের ছেলে মোঃআমানুল্লাহ (২০)।
বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, ঝিমংখালী বিওপি একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-১৬ হতে ৮০০ মিটার উত্তরে জালালের ঘের এলাকা দিয়ে নিয়মিত টহল পরিচালনা করছিল। তিনজন চোরাকারবারিকে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল নৌকাটি দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই পালিয়ে যাওয়ার সময় টহলদল স্পিডবোট দিয়ে চারদিক ঘেরাও করে নৌকাসহ তিন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকা তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কোটি ৮০ লাখ টাকার মূল মানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ধৃতদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…