ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের শালবাগান শরনার্থী ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন। এসময় এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক সেই হ্নীলা ইউপি লেদা ২৪ক্যাম্পের ব্লক সি/৬,বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোঃ ইসলাম (৩২)।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, বুধবার দুপুরে ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লকএ/৯ সংলগ্ন পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা রফিকের বসত ঘরের পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় শালবাগান ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিটিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে উক্তস্থান তল্লাশি করে একটি ব্যবহৃত মোবাইল ফোন ও পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া অপরদিকে মঙ্গলবার রাতে শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/১,রাস্তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ হাতেনাতে মোঃ ইসলাম (৩২) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…