বিশেষ প্রতিবেদক : চকরিয়া উপজেলার বদরখালীতে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকের হামলায় নৌকা প্রতীকের এক সমর্থক নিহত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের হাফেজখানা সড়কে এ ঘটনা ঘটে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণী সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১নং ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে। এবং নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগ্নে। হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছে, রোববার বদরখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরে হোছাইন আরিফ নির্বাচিত হওয়ার খবরে তার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল করছিল। মিছিলটি গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় পৌঁছলে বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের শতাধিক সমর্থক ওই মিছিলে হামলা চালায়। এতে গুরুতর আহত হন গিয়াস উদ্দিন মিন্টু। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়ায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে। এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…
রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…
চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…