কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর এম এ মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগ নেতা এম এ মঞ্জুর বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মো. শহিদুল ইসলাম শহিদ।

রোববার বিকালে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বেসরকারিভাবে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন।

এর আগে বিগত ২০১৮ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোরশেদ আহমেদ বাবু। গত ২৬ ফেব্রুয়ারী তার অকাল মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূণ্য হয়ে যায়। এ নিয়ে রোববার (২৮ নভেম্বর) ওযার্ডটির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, সর্বশেষ ২০২১ সালের ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুয়ায়ী কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩৮৩ জন। এতে পুরুষ ভোটার ৩ হাজার ৬৩৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৭৪৭ জন।

রোববার ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪ হাজার ১৬২ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪ হাজার ৮৯ টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৩ টি।

নির্বাচনে ডালিম প্রতীকে ১ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এম এ মঞ্জুর। তার নিকটতম প্রতিদ্বন্ধি উটপাখি প্রতীকের মো. শহিদুল ইসলাম শহিদ পেয়েছেন ১ হাজার ২৬৪ ভোট। পরাজিত প্রার্থী শহিদ ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিশান উদ্দিনের ছোট ভাই।

এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে অকাল প্রয়াত সাবেক পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবুর বড় ভাই ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ শামীম পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট, ব্ল্যাকবোর্ড প্রতীকের প্রার্থী আনছারুল করিম পেয়েছেন ৮০ ভোট, ব্রীজ প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহেল পেয়েছেন ১৫ ভোট এবং টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী মো. ফরিদুল আলম পেয়েছেন ১ ভোট।

বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত এম এ মঞ্জুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

2 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

2 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

3 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago