ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের হোয়াইক্যয়ে বেড়িবাঁধ এলাকায় দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মালিক বিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে হোয়াইক্যং ইউপি ঐ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হোয়াইক্যং বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১৮হতে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্বে আলমগীরের প্রজেক্ট এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলে বেড়িবাঁধের আড় নিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩ জন দুষ্কৃতকারী ব্যক্তিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। ঔই ব্যক্তিরা দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তাগুলো ফেলে দিয়ে নাফনদীতে ঝাঁপ দিয়ে রাতে অন্ধকারে সুযোগ নিয়ে সাঁতরিয়ে পাশ্ববর্তী মিয়ানমারের সীমান্তে দিকে পালিয়ে যায়। পরে উক্ত স্থান থেকে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাদুটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৬ কোটি টাকার মূল্য মানের ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবা গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…