নিজস্ব প্রতিবেদক: উখিয়ায় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী এক এনজিও কর্মি নিহত হয়েছে।
উখিয়াস্থ শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন (২৭) মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি কুতুপালং এলাকায় ব্লাস্ট নামের একটি এনজিও’র কর্মি হিসেবে কর্মরত ছিলেন।
মহেশখালীর স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, জসিম উদ্দিন কক্সবাজার থেকে স্থানীয়ভাবে সম্প্রচারিত ‘কক্স ট্রিবিউন’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি রিপোর্টাস ইউনিটি মহেশখালী শাখার সভাপতি ছিলেন।
স্থানীয়দের বরাতে পরিদর্শক আব্দুস সামাদ বলেন, বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে কক্সবাজার শহরে ফিরছিলেন। এক পর্যায়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এতে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন।
“ পরে জসিমকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
উখিয়া থানা পুলিশ লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান পরিদর্শক আব্দুস সামাদ।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…