পেকুয়ায় তিন অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ টাইগার বাহিনীর সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় ইউপি নির্বাচনকে প্রভাবিত করতে মজুদ করা তিনটি অবৈধ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী টাইগার বাহিনীর সক্রিয় সদস্য মোহাম্মদ ইউসুফকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ায় নিজের ঘর থেকে র‌্যাব—৭ এর একদল সদস্য তাকে আটক করে। এসময় তার দেখানো মতে গোয়াল ঘর থেকে দেশীয় তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। মোহাম্মদ ইউসুফ একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের ঘনিষ্ঠ অনুসারী।

র‌্যাব—৭ এর ডিএডি আবুল কালাম আজাদ বলেন, মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় মাদক বিকিকিনির খবর পেয়ে অভিযানে গেলে মোহাম্মদ ইউসুফ পালানোর চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার দেখানো মতে গোয়ালঘরের খড়ের দইরের মধ্যে থেকে তিনটি অবৈধ অস্ত্র ও নয়টি কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইউসুফ জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতে অস্ত্রগুলো মজুদ করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র গুলিসহ আটক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজেম উদ্দিন নাজু বলেন, গত ৫ বছরে বর্তমান চেয়ারম্যান ওয়াসিম তার নিজস্ব ক্যাডার বাহিনী গঠনের মাধ্যমে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারই দুর্ধর্ষ ক্যাডার ইউসুফ গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং ওয়াসিমের দুর্ধর্ষ ক্যাডার আলী আকবর, জিয়াবুল, কানা মানিক এবং এলাকায় অবস্থানকারী অধ্যক্ষ মহুরী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি লিটন, সাজিবসহ অন্যান্য ক্যাডারদের দ্রুত গ্রেফতারের আহবান জানাই।

nupa alam

Recent Posts

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

4 hours ago

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

8 hours ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

3 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

3 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

3 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

4 days ago