শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
কাইছার সিকদার, কুতুবদিয়া : গৃহবধু নিশাতকে ৪ দিনেও খোঁজে পাওয়া যাচ্ছে না, নিশাতের পরিবারের ধারণা তাদের ময়েকে যৌতুকের বলি হতে হল। নিশাতের সন্ধানে শাশুর বাড়িতে খবরা খবর নিতে গেলে তার পরিবারকেও কোন ধরণের সন্ধান দিচ্ছে না শশুর বাড়ির লোকজন।
অসহায় হয়ে পিতৃহারা এতিম নিশাতের চাচা আনছারুল করিম বাদি হয়ে সোমবার বিকালে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর নবী পুত্র গোলাম মোস্তফা রোকনের সাথে কুতুবিদয়া উপজেলার মধ্যম অমজাখালী ফকিরা মসজিদে পাশে মৃত মাহামুদুর করিমের মেয়ে নিসাত সোলতানার সাথে বিগত তিন বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়।
এ বিষয়ে অভিযোগকারী আনছারুল করিম সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে মোঃ গোলাম মোস্তফা প্রঃ রোকন (২৬),নুরুন্নবী প্রঃ নবী সওদাগর,শামসুন্নাহার (৪৫),নুরুল আবছার লিটন (২৮),নুরুল হুদা রিপন (২২) আমার ভাতিজীকে এক লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে। এমনকি চুল ধরে টানা-হেঁচড়া এবং পা দিয়ে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরে। আত্নীয়স্বজন মরধর খবর পেয়ে চকরিয়ায় গেলে নিশাতের শশুর বাড়ির লোকজন খোঁজ-খবর জানে না বলে জবাব দেন। যৌতুকের টাকার লোভে আমার ভাতিজীকে হত্যা করে লাশ গুম করেছে বলে দাবী করেন।
এ বিষয়ে স্বামী গোলাম মোস্তফা প্রঃ রোকনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বাচ্চা বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পানির বোতল নিয়ে নিশাতকে কয়েকটা আঘাত করি। ঘটনার একদিন পর শুক্রবার সকাল ১১টায় বাড়ি থেকে আমার স্ত্রী নিসাত কোথায় চলে গেছে। তবে যৌতুকের বিষয়টি সত্যি নয়।
এ ব্যাপারে চকরিয়া থানার পরিদর্শক ওসি তদন্ত মোঃ জুয়েল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, নিখোঁজের বিষয়ে আনছারুল করিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
উল্লেখ, বিগত ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নিসাত সোলতানা সাথে মো. গোলাম মোস্তফা প্রঃ রোকনের চার লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে মোস্তাকিম নামে দুই বছর ৩ মাস এক পুত্র সন্তান রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply