নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে অপহৃত মোহাম্মদ হবিবুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে র্যাব এ অভিযান চালান।
আটক অপহরণকারিরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার মো. নাসিরের পুত্র ইকবাল হাসান (৩২), কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার নুরুল হকের পুত্র রাশেদুল হক (৩২)।
অভিযানে অপহরণ চক্রের সদস্য শহরের পেশকার পাড়ার মো. মনির, নুনিয়ারছড়ার মো. হিমু ও খরুলিয়া এলাকার মো. শাহেদ পালিয়ে গেছে বলে জানিয়েছেন র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গত ১৪ নভেম্বর মাগরিবের নামায শেষে মোহাম্মদ হবিবুল্লাহ কে অপহরণ করে ৫ রাখ টাকা মুক্তি চাওয়া হয়। অপহৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে। এসময় ২ জনকে আটক করা হলেও ৩ জন পালিয়ে যায়। এব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…