সজীব ওয়াজেদ জয়কে কক্সবাজার জেলা আওয়ামী লীগের অভিনন্দন

‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশন (অ্যাসোসিও) এই পুরস্কার প্রদান করে।

শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান এই অভিনন্দন জানান।

জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় আমরা কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীর বাংলাদেশের স্বাপ্নিক নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।’

বিবৃতিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, এদেশের প্রতিটি অর্জনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বলিষ্ঠ অবদান রয়েছে। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তির মধ্যদিয়ে সজীব ওয়াজেদ জয় বাঙালি জাতিকে গর্বিত করেছেন এবং বিশ্বসভায় বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণে নীরবে-নিঃশব্দে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন আইসিটি বিপ্লবের স্থপতি ও এদেশের তরুণ প্রজন্মের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়। তার ঐকান্তিক প্রয়াসেই একসময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ লাভ করেছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আইসিটি সেক্টরে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। এই সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তিনি বিকাশমান তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে পেয়েছেন বিস্ময়কর সাফল্য।

মুজিব বলেন, জয় বাংলাদেশের সৃজনশীল তরুণ সমাজের মনে বপন করে চলেছেন বাঙালির বিশ্বজয়ের বীজ। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে খুলে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার নতুন দিগন্ত। তরুণদের শ্রম, মেধা এবং প্রাণশক্তির যথাযথ ব্যবহার এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে তরুণ-তরুণীদের মেধা ও প্রতিভা বিকাশের অবারিত সুযোগ সৃষ্টির নেপথ্যের কারিগর তিনি। এমন বাস্তবতায় সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই টেকবিশ্বের নতুন নতুন উন্নয়ন ধারণা, প্রযুক্তিগত বিকাশ ও কনটেন্ট এদেশের মানুষের হাতের মুঠোয়। তিনি তার যোগ্য মাতা শেখ হাসিনার মতো মেধা-পরিশ্রম সততা-দেশপ্রেম-দৃঢ়তা দিয়ে লক্ষ কোটি তরুণের প্রাণে অবিরামভাবে বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন বুনে চলেছেন বলে মানে করছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

– সংবাদ বিজ্ঞপ্তি

nupa alam

Recent Posts

টেকনাফে নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নিখোঁজের ১০ দিন পর একটি ইজিবাইক চালকের মরদেহ পাহাড় থেকে উদ্ধার…

3 hours ago

মহেশখালীকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মহেশখালী প্রতিবেদক : মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় মোহাম্মদ রশিদ (৫০) নামে এক…

3 hours ago

টেকনাফের সাগরে আরও ৫২১টি কাছিমের ছানা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫২১টি…

3 hours ago

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের…

3 hours ago

টেকনাফের পাহাড়ে আবারও অপহরণ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে আবারও এক ব্যক্তিকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠি। সোমবার সকাল ৭…

5 hours ago

সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দেয়া নুরুল আবছার রামুতে আটক

রামু প্রতিবেদক : বিগত সরকারের সময়ে মানবতাবিরোধী মামলায় দন্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী…

4 days ago