এক্সক্লুসিভ

রামুতে নৌকার ভরাডুবির নেপথ্যে এমপি কমল

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর- রামু আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের কারণেই রামু উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচণে নৌকার ভরাডুবি ঘটেছে ।

ওই উপজেলার নির্বাচণের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ৪ টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী, ৬ টি ইউপিতে এমপি কমলের অনুসারী এবং অপরটিতে উপজেলা আওয়ামীলীগর সভাপতি সোহেল সরওয়ার কাজলের অনুসারী বিজয়ী হয়েছেন।

এবিষয়ে রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মন্ডল বলেন, এবারের ইউপি নির্বাচণে প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমপি কমলের অনুসারীরা নির্বাচন করেছে। এমপি কমলের অনুসারীদের নির্বাচন থেকে সরানো না গেলে নৌকার ভরাডুবি হতে পারে এমনটা আমি জেলা ও কেন্দ্রকে অবহিত করেছিলাম।

রামু উপজেলা আওয়ামীলীগ ও সাংসদ কমলের বিশ্বস্ত সূত্র মতে, রামুর প্রানকেন্দ্র ফতেখাঁরকুল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ও সাইমুম সরওয়ার কমল এমপি’র অনুসারী সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঈদগড় ইউনিয়নে এমপি কমলের অনুসারী রামু উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কচ্ছপিয়া ইউনিয়নে এমপি কমলের অনুসারী স্বতন্ত্র প্রার্থী ও
বর্তমান চেয়ারম্যান ( ধানের শীষ প্রতীকে নির্বাচিত ) আবু মো. ইসমাঈল নোমান (আনারস), কাউয়ারখোপ ইউনিয়নে এমপি কমলের অনুসারী সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামশুল আলম বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজারকুল ইউনিয়নে এমপি কমলের অনুসারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুফিজুর রহমান বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রশিদনগর ইউনিয়নে এমপি কমলের অনুসারী ও সাবেক ইউয়িনয়ন বিএনপির সহ সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান এম ডি শাহ আলম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতির অনুসারী আবদুল হক (চশমা) বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মন্ডল বলেন, ফতেখারকুল রামু প্রানকেন্দ্র। এই ইউনিয়নেই উপজেলার সকল দাপ্তরিক অফিস। এখানে নৌকার প্রার্থীকে পরাজিত করতে এমপি কমল তার দুজন অনুসারীকে দাড় করায়। এভাবে প্রতিটি ইউপিতে এমপি কমলের এক বা একাধিক অনুসারী নৌকাকে হারানোর জন্য প্রার্থী হয়।

তিনি আরো বলেন, সাইমুম সরওয়ার কমল রামুতে আওয়ামলীগ করেনা। এমপি লীগ করে। নিজের ক্ষমতা অটুট রাখতেই এমপি কমল কৌশলে নৌকার পরাজয় নিশ্চিত করেছে।

এদিকে রামুতে নৌকার পরাজয়ের জন্য এমপি কমলকে দায়ী করে ফেসবুকে পোষ্ট দিয়েছেন এমপি’র ছোট ও কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সরওয়ার রানা। তিনি ফেসবুকে লিখেছেন “ফতেখাঁরকুল ইউনিয়ন নির্বাচনে রাজাকার পুত্রের কাছে বঙ্গবন্ধু’র “নৌকাকে” পরাজিত করে কার লাভ হল? রামু ঊপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের ভরাডুবির মূল কারণ, অত্র অঞ্চলের সাংসদের স্ববিরোধী ষড়যন্ত্র আর কালোটাকার অপব্যবহার। প্রায় প্রতিটি আসনে তিনি আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে জামাযাত-বিএনপির প্রার্থী দাঁড় করিয়েছেন। আপন পরিবারের বিরুদ্ধে সাংসদের বারেবারে এমন ষঢ়যন্ত্র স্থানীয় আওয়ামীগকে অস্থিত্ব সংকটে ফেলেছে। নৌকা ডুবিয়ে, ২য় টুঙ্গিপাড়া খ্যাত ফতেখাঁরকুল ইউনিনে কৌশলে ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দির হামলার অন্যতম সংগঠক, একজন রাজাকারপুত্রকে চেয়ারম্যন বানিয়ে সাংসদ অপমান করেছেন তাঁরই প্রয়াত বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীসহ পুরো পরিবারকে। আল্লাহ আপনাকে ক্ষমা করুক।
মাননীয় সাংসদের কাছে আমার সবিনয়ে জিজ্ঞাসা: নিজের নৌকা প্রতীকতো ডুবিয়ে দিলেন নিজেরই ঘাটে, আগামী সংসদ নির্বাচনে আপনার উপায় কি? আপনার সুস্থ জ্ঞানের ভাবনা অত্যাবশ্যক। ধন্যবাদ। “
তিনি ছাড়া আরো অনেকেই রামুতে নৌকার ভরাডুবির জন্য এমপি কমলকে দায়ী করে ফেসবুকে পোষ্ট দিয়েছেন।

এবিষয়ে কক্সবাজার- রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, নির্বাচনী আচরণ বিধির কারণেই আমি নৌকার প্রার্থীর পক্ষে মাঠে ময়দানে কাজ করতে পারিনি। তবে আমি সবসময় মন প্রানে চেয়েছি নৌকা প্রতীকের প্রার্থীর জয় হোক। এজন্য আমি প্রায় সকলকে আর্থিক সহযোগীতা করেছি।

তিনি আরো বলেন, রামু উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের গাফলতি এবং অবহেলার কারনেই রামুতে নৌকার ভরাডুবি হয়েছে। তারা বিদ্রোহী প্রার্থী এবং সমর্থকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার কারনে বিদ্রোহীরা এত সাহস পেয়েছে। যদি নির্বাচণের শুরুতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত তবে ফলাফল অন্যরকম হত।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান বলেন, যারা নৌকার বিরোধীতা করছে কিংবা বিদ্রোহীদের পক্ষে কাজ করছে তাদেরকে দল থেকে বৃহিষ্কার করা হয়েছে।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

15 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

20 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

20 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

2 days ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

2 days ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

2 days ago