নিজস্ব প্রতিবেদক : রামুতে ইউপি নির্বাচনের দায়িত্ব পালন শেষে অস্ত্র জমাদানের প্রাক্কালে গুলি আনলোড করতে গিয়ে দূর্ঘটনাবশতঃ ফায়ারিংয়ে মো. বেলাল হোসেন (২২) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রামু উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত বেলাল বেলাল হোসেন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
এ ঘটনায় শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারস্থ ৩৯ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ বলেন, ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফিরে আনসার সদস্যরা। এসময় থানা পুলিশের কাছে অস্ত্র জমাদানের সময় আনসার সদস্য মো. হোসাঈন গুলি আনলোড করতে গিয়ে দূর্ঘটনা বশতঃ ফায়ারিং হয়। যা সরাসারি আনসার সদস্য বেলাল হোসেনের কপালে গিয়ে লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অমলান জ্যোতি নাথ আরও বলেন, কি কারণে এ ধরণের দূর্ঘটনা হল এটি জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা ৭ দিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিবেন। আর বেলাল মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে ময়নাতদন্ত শেষ হয়েছে। পরবর্তী পুলিশি কার্যক্রম শেষে স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এক নারীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে ভোর…
রামু প্রতিবেদক: রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘন্টা চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধ…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া নামক এলাকায় মাছ শিকারে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।…