নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে দূর্বৃত্তদের হামলায় জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, মঙ্গলবার রাত ৮ টায় হামলার ঘটনায় আহত কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে দায়ের মামলাটি নথিভূক্ত হয়েছে।

এজাহারে ১৯ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামী করা হয়েছে।

তবে অভিযানের গোপনীয়তা রক্ষায় আসামীদের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন ওসি।

গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০ টায় কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। কুদরত উল্লাহ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী। তারা দুই ভাইসহ কর্মি-সমর্থকদের সঙ্গে নির্বাচনী আলাপ করছিলেন।

এসময় একদল দূর্বৃত্ত মোটর সাইকেল যোগে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং কুপিয়ে জখম করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে কুদরত উল্লাহ’র অবস্থা আশংকাজনক হওয়ায় ওইদিন রাতে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি থাকা জহিরুল ইসলামের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে চিকিৎসকরা চমেকে প্রেরণ করেন। রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ ছিল, ইউপি নির্বাচনে সদস্য পদে স্থানীয় প্রতিদ্বন্ধি প্রার্থী লিয়াকত আলীর নেতৃত্বে দূর্বৃত্তরা দূর্বৃত্তরা এ হামালা চালিয়েছে।

মুনীর-উল-গীয়াস বলেন, গত ৫ নভেম্বর রাতে কক্সবাজার সদরে লিংকরোড স্টেশনে দূর্বৃত্তদের হামলায় আহত হন জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই কুদরত উল্লাহ সিকদারসহ তিনজন। পরে ঘটনার দুইদিন পর চমেকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার রাতে আহত কুদরত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন। পুলিশ মামলাটি নথিভূক্ত করেছে।

“ তবে অভিযানের গোপনীয়তা রক্ষায় আসামিদের নাম প্রকাশ করা উচিত বলে মনে করছি না। ”

মামলাটি নথিভূক্ত হওয়ার পর থেকে পুলিশ এজাহারভূক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago