‘সামাজিক, কারিগরি, অবকাঠামোগত, তথ্য প্রযুক্তি ও একবিংশ শতাব্দির নাগরিকদের চাহিদা মেটানোর ক্ষমতা সম্পন্ন একটি দক্ষ ও উদদ্যোমী জনবল গঠনে চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের কর্মধারা এবং তার থেকে পর্যটকদের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করা একটি প্রধান চ্যালেঞ্জ। পর্যটকদের উপলব্দি ও ট্যুরিস্ট বাহিনরি কর্মপরিধির সংযোগ সাধণ পর্যটন এলাকার নিরাপত্তা ও সামগ্রিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘দেশের পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা, অর্জন এবং চ্যালেঞ্জ সমূহ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এ সেমিনারের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট হিসেবে প্রতিষ্ঠার পর থেকে তার কার্যক্রম শুরু করে। এ ধরনের বিশেষায়িত পুলিশি সেবা বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য নতুন হলেও গত সাত বছর ধরে পর্যটন কেন্দ্রগুলোতে তুলনামূলকভাবে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার পরিবেশ তৈরি করতে সফল হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া বলেন, পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগের পরিবেশ তৈরি করে দিয়েছে সরকার। এ খাতের সামগ্রিক উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসতে হবে।
ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক ডীন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, ভ্রমন ম্যাগাজিনের সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…