নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব; এসময় ঘটনাস্থল থেকে দেশিয় তৈরী ১০ টি অস্ত্র ও বিপুল পরিমান সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সোমবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।
আটকরা হল, কুতুপালং ১-সি ক্যাম্পের জি-ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলপ মো. বায়তুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও ক্যাম্পটির একই ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছন (২৪)।
মেজর মেহেদী বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরী করে সরবরাহ করে আসছিল। কারখানাটিতে তৈরী অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হতো। সোমবার ভোররাতে এ ধরণের খবরের র্যাবের একটি দল একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
” গুলি বিনিময়ের এক পর্যায়ে র্যাব সদস্যরা কৌশলে অস্ত্রের কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও র্যাব তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে কারাখানটি থেকে দেশিয় তৈরী ১০ বন্দুক ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। “
র্যাবের এ কর্মকর্তা বলেন, ” আটকরা জানিয়েছে, কারখানাটিতে তৈরী করা অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী গোষ্টিগুলোর কাছে সরবরাহ করত। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেজর মেহেদী হাসান।
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…
রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…
চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…