নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে আহত জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার সভাপতি জহিরুল ইসলাম সিকদার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রোববার বেলা ১২ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন নিহতের খালাত ভাই আলা উদ্দিন সিকদার। ওই ঘটনায় গুলিবিদ্ধ নিহত জহিরুল ইসলাম সিকদার এর ছোট ভাই মেম্বার প্রার্থী কুদুরত উল্লাহ সিকদার এখনো চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় অবস্থিত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরতুল্লাহ সিকদারের অফিসে দুর্বৃত্তরা গুলি চালায়।
মোটর বাইকে করে আকস্মিক এসে সরাসরি কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তাঁরা ২জনই মাটিতে লুটে পড়ে। এসময় কুদরত উল্লাহ সিকদারের সহকারীসহ আরও কয়েকজন আহত হয়।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত বাহিনী এই ঘটনা ঘটায়। তাঁরা বার বার কুদরত উল্লাহর নির্বাচনী সভায় হামলা করে আসছে।
এরপর আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন দুই ভাই।
শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে শোকের মাতম চলার পাশাপাশি উত্তেজনা দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে লিংক রোড এলাকায় দফায় দফায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়ে আসছে। ওখানে বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…