নিজস্ব প্রতিবেদক : পরিবহন ধর্মঘটের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের নিজ গন্তব্যে ফিরতে বিনা ভাড়ায় চট্টগ্রাম পর্যন্ত পৌঁছানোর জেলা পুলিশের তৎপরতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এতে নিজ গন্তব্যে ফিরতে পারার ব্যবস্থা হওয়ায় দারুণ খুশি পর্যটকরা।
রোববার সকাল সোয়া ১০ টায় জেলা পুলিশ লাইন থেকে পর্যটকদের নিয়ে চারটি বাস চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেয়।
এর আগে শনিবার রাতে ৪ টি বাসে ১৬৮ জন পর্যটককে চট্টগ্রাম পৌঁছানো হয়েছে।
পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশের নিজস্ব ৮ টি বাসে ৩৫৭ জন পর্যটককে চট্টগ্রাম পৌঁছানো হয়। রোববার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৫০০ জনের বেশী পর্যটক নাম নিবন্ধন করেছেন। পুলিশ লাইন মাঠে পর্যাপ্ত সংখ্যক বাস জড়ো রয়েছে। এছাড়া বাসের চাহিদা বিষয়টি পুলিশের চট্টগ্রাম রেঞ্জ দপ্তরে অবহিত করা হয়েছে।
ধর্মঘটের কারণে কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের দুর্ভোগের বিষয়টি শনিবার পুলিশের নজরে আসে। পরে জেলা পুলিশ বিশেষ টিম গঠন করে নিজস্ব বাস যোগে বিনা ভাড়ায় এসব পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছানোর উদ্যোগ নেয়। এ জন্য জেলা পুলিশ লাইন গেইটে স্থাপনা করা হয়েছে আটকা পড়া পর্যটকদের নাম নিবন্ধন কেন্দ্র। যেখানে রোববার সকালেও লক্ষ্য করা গেছে পর্যটকদের ভিড়।
এদিকে আটকা পড়া পর্যটকরা পুলিশের বিশেষ উদ্যোগে গন্তব্যে রওনা দিতে পেরে দারুণ খুশি। এ জন্য তারা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ এ বিশেষ উদ্যোগ নিয়েছে। ধর্মঘটের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…