নিজস্ব প্রতিবেদক : পরিবহন ধর্মঘটের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের নিজ গন্তব্যে ফিরতে বিনা ভাড়ায় চট্টগ্রাম পর্যন্ত পৌঁছানোর জেলা পুলিশের তৎপরতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এতে নিজ গন্তব্যে ফিরতে পারার ব্যবস্থা হওয়ায় দারুণ খুশি পর্যটকরা।

রোববার সকাল সোয়া ১০ টায় জেলা পুলিশ লাইন থেকে পর্যটকদের নিয়ে চারটি বাস চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেয়।

এর আগে শনিবার রাতে ৪ টি বাসে ১৬৮ জন পর্যটককে চট্টগ্রাম পৌঁছানো হয়েছে।

পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশের নিজস্ব ৮ টি বাসে ৩৫৭ জন পর্যটককে চট্টগ্রাম পৌঁছানো হয়। রোববার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৫০০ জনের বেশী পর্যটক নাম নিবন্ধন করেছেন। পুলিশ লাইন মাঠে পর্যাপ্ত সংখ্যক বাস জড়ো রয়েছে। এছাড়া বাসের চাহিদা বিষয়টি পুলিশের চট্টগ্রাম রেঞ্জ দপ্তরে অবহিত করা হয়েছে।

ধর্মঘটের কারণে কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের দুর্ভোগের বিষয়টি শনিবার পুলিশের নজরে আসে। পরে জেলা পুলিশ বিশেষ টিম গঠন করে নিজস্ব বাস যোগে বিনা ভাড়ায় এসব পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছানোর উদ্যোগ নেয়। এ জন্য জেলা পুলিশ লাইন গেইটে স্থাপনা করা হয়েছে আটকা পড়া পর্যটকদের নাম নিবন্ধন কেন্দ্র। যেখানে রোববার সকালেও লক্ষ্য করা গেছে পর্যটকদের ভিড়।

এদিকে আটকা পড়া পর্যটকরা পুলিশের বিশেষ উদ্যোগে গন্তব্যে রওনা দিতে পেরে দারুণ খুশি। এ জন্য তারা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ এ বিশেষ উদ্যোগ নিয়েছে। ধর্মঘটের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago