নিজস্ব প্রতিবেদক : তিনি দিনে থাকেন ইয়াবা কারবারে আর রাতে ভোটের জন্য যান ঘরে ঘরে। ইয়াবা কারবারের টাকায় ইউনিয়ন পরিষদের মেম্বার পদে ভোটে নেমেছেন তিনি। ভোটের ক্যাম্পেইনে যাবতীয় খরচও করছেন ইয়াবা কারবারের টাকায়। শুক্রবার (৫ নভেম্বর) দুই হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়ার পর বিজিবি সদস্যদের নিকট তিনি এসব জানান।
আটক হওয়া ইয়াবা কারবারির নাম মোহাম্মদ ইকবাল। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া গ্রামের মৃত হাজী মোহাম্মদ শফির ছেলে। উক্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। আগামী ১১ নভেম্বর ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে শুক্রবার একটি সিএনজিসহ উক্ত মেম্বার প্রার্থী বিজিবি সদস্যদের তল্লাশিকালে দুই হাজার পিস ইয়াবাসহ ধরা পড়েন। রামু ৩০ বিজিবি জেসিও সুবেদার মাহমুদুল হাসান জানান, বালুখালী থেকে এ পরিমাণ ইয়াবা তিনি বহন করে আনছিলেন। রামুতেই ক্রেতারা অপেক্ষায় থাকেন ইয়াবার চালান নেওয়ার জন্য।
কিস্তিতে তিনি একটি সিএনজি ট্যাক্সি কিনেছেন। সেই ট্যাক্সি নিয়েই দীর্ঘদিন ধরে করে আসছেন ইয়াবার কারবার। ইয়াবা জগতের সঙ্গে থেকে প্রচুর টাকার মালিকও হয়েছেন ইতিমধ্যে। তাই জনপ্রতিনিধি হওয়ার খায়েশও জাগে তার। তিনি ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী। তার প্রতীক ফুটবল। দিনের বেলায় তিনি ভোটের ক্যাম্পেইন করার সময় পান না। কেননা দিনে তিনি ব্যস্ত সময় কাটান ইয়াবার চালান পরিবহনে।
রোহিঙ্গা শিবির থেকে চালানে চালানে আনেন ইয়াবা। রামুতে অপেক্ষায় থাকা কারবারিদের কাছে বিক্রি করে রাতের বেলায় তিনি ভোটারদের ঘরে ঘরে একটি ভোটের জন্য ছুটেন। তার প্রতিশ্রুতি হচ্ছে- তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকা থেকে ইয়াবা কারবারিদের নির্মূল করবেন। সেই ইয়াবা কারবারি হাতেনাতে ধরা পড়ার পর ভোটের মাঠে শুরু হয়েছে তুমুল হাসাহাসি। এ ব্যাপারে রামু থানায় রাতে মাদক মামলা রুজু করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…