মহেশখালী প্রতিনিধি : মহেশখালীতে আলাউদ্দিন (২৮) নামের যুবককে কুপিয়ে ও গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ শাহ ঘোনার মৃত লেদু মিয়ার পুত্র।
এ ঘটনার পর বিক্ষুব্দ জনতা তিন বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া নিয়ে যাওয়ার পথে দরবেশকাটা এলাকায় তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে ফেরেছি।’
স্থানীয় সুত্র বলছে, পাশ্ববর্তী নোনাছড়ি বাজার থেকে কালারমারছড়া বাজারের দিকে যাচ্ছিল আলাউদ্দিন। পথিমধ্যে কালুর ব্রীজ এলাকায় পৌঁছলে তাকে গাড়ি থেকে নামিয়ে গতিরোধ করে দুর্বৃত্তরা। একপর্যায়ে ছামিরা ঘোনা রাস্তার মাথায় কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ বলছে, আলাউদ্দিন আত্মস্বীকৃত একজন দস্যু ছিল। স্বাভাবিক জীবনে ফিরতে ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল। বছরখানেক পর জেলজীবন থেকে মুক্তি পান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, নিহত যুবক একটি হত্যা মামলার আসামি। তবে কি কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ অক্টোবর একই ইউনিয়নের ফকিরজুমপাড়ায় রুহুল কাদের (৩৮) নামের এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। ১৭ দিনের ব্যবধানে আবারো হত্যাকান্ডের ঘটনা ঘটলো।
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…
রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…
চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…