ইমরান আল মাহমুদ,উখিয়া: “মুজিববর্ষে শপথ করি,দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উখিয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশন অফিসার মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
বক্তব্যে তিনি বলেন,যেকোনো দুর্যোগময় মুহুর্তে উখিয়া ফায়ার সার্ভিস মানুষের পাশে থাকে। উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীর যেকোনো অগ্নিকাণ্ড,দূর্ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে ফায়ার সার্ভিসের টিম। উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেরও অগ্নিকাণ্ড,বন্যা,ভূমিধ্বস সহ সব দুর্যোগপূর্ণ সময়ে ফায়ার সার্ভিসের ভূমিকা অনস্বীকার্য। সরকারের লক্ষ্য বাস্তবায়নে ফায়ার সার্ভিসের সেবাদান কার্যক্রম অব্যাহত থাকবে সে প্রত্যাশা করি।
ইউএনও আরও বলেন, ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। প্রতিটি ইউনিয়নে টিম গঠন করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। তাৎক্ষণিক যেকোনো দূর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে যাতে টিমভিত্তিক কাজ করা যায় সেটা মাথায় রেখে উখিয়া ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে। উপজেলা প্রশাসন সবসময় সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন,বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য বাস্তবায়নে সেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য ফায়ার সার্ভিস সর্বদা সজাগ ছিলো। উখিয়ার মানুষের যেকোনো দূর্ঘটনায় ফায়ার সার্ভিসের সেবাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,শিক্ষা কর্মকর্তা বেদারুল আলম,ইউএনডিপির জিন্নাহ স্বেচ্ছাসেবকদের পক্ষে মো. মোরশেদ সহ অনেকে।
এসময় উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সদস্য ইমরান আল মাহমুদ সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজ ভাগিনাকে অপহরণের পর মুক্তিপণ পেয়েও হত্যা করেছে…
নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা…
নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কিশোর নিহত এবং তিনজন আহত হয়েছে। বুধবার…
টেকনাফ প্রতিবেদক : বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের একটি খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড…
মহেশখালী প্রতিবেদক : মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের ধানক্ষেতে পিটিয়ে হত্যার শিকার মোহাম্মদ আব্দুর…