মহেশখালী প্রতিনিধি : আদালতের নির্দেশে মহেশখালীতে ডাকাতি মামলার সরজমিনে তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিন পাশে অবস্থিত ১৪ লাখ টাকা ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম আরমান জানান, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সাথে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।
তদন্ত কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে পৌঁছলে ঘেরে বাসা থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন বাসায় অবস্থানকারী ২০/২৫ জন ব্যক্তি ।
এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় ডিবি ।
স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।
মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তারা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃংখলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…