Categories: বিনোদন

আরিয়ানকে ‘মান্নাত’ থেকে দূরে রাখতে চান শাহরুখ

প্রথম আলো : জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর ট্রমার মধ্যে আছেন শাহরুখপুত্র আরিয়ান খান। ছেলেকে নিয়ে তাই এখনো দুশ্চিন্তায় আছেন কিং খান আর গৌরী। তাই আরিয়ানের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছেন তাঁরা। ছেলের স্বাস্থ্য আর নিরাপত্তা নিয়ে আরও বেশি কঠোর হতে চলেছেন খান দম্পতি।
মাদক-কাণ্ড মামলায় অভিযুক্ত সন্দেহে ২৬ দিন আর্থার রোড জেলে বন্দী ছিলেন আরিয়ান খান। গত শনিবার জামিনে ছাড়া পেয়ে ‘মান্নাত’–এ ফিরে এসেছেন তিনি।

আরিয়ান খান

জেলের সেই দুঃস্বপ্নের দিনগুলো রীতিমতো তাড়া করছে আরিয়ানকে। আরিয়ানকে এই ট্রমা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করার চেষ্টা করবেন কিং খান। তাই আরিয়ানের জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করবেন শাহরুখ। শাহরুখের সঙ্গে সব সময় ছায়াসঙ্গীর মতো থাকেন তাঁর দেহরক্ষী রবি। এবার আরিয়ানের জন্যও বিশেষ দেহরক্ষীর ব্যবস্থা করতে চলেছেন কিং খান।

জানা গেছে, এ ঘটনার পর শাহরুখ অন্তর থেকে চূর্ণবিচূর্ণ। এই বলিউড সুপারস্টার ভাবছেন, আরিয়ানের সঙ্গে দেহরক্ষী থাকলে হয়তো এমন দিন তাঁর ছেলে এবং পরিবারকে দেখতে হতো না রবির মতো তিনিও আরিয়ানের দেখভাল করতেন।

শাহরুখ খান ও আরিয়ান খান

এদিকে আরও খবর যে দিওয়ালির পর আরিয়ানকে ‘মান্নাত’ থেকে দূরে রাখার কথা ভাবছেন শাহরুখ। জামিনে ছাড়া পাওয়ার সময় আরিয়ানের পাসপোর্ট স্পেশাল কোর্টে জমা রাখতে হয়েছে। শর্ত অনুযায়ী এই তারকাপুত্র অনুমতি না নিয়ে মুম্বাই তথা ভারতের বাইরে যেতে পারবেন না। খবর অনুযায়ী, দিওয়ালির পর আরিয়ানকে আলিবাগের ফার্ম হাউসে পাঠানোর ব্যবস্থা করবেন শাহরুখ।

আরিয়ানকে সংবাদমাধ্যম থেকে দূরে রাখতে চান শাহরুখ আর গৌরী। আর আরিয়ান পুরোপুরি নিজের যত্ন যাতে নিতে পারে, সেই ব্যবস্থা করবেন তাঁরা। আলিবাগে কিং খানের বিলাসবহুল ফার্ম হাউস আছে।

আরিয়ান

আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ‘পাঠান’ আর পরিচালক এটলির এক ছবির শুটিং মাঝপথে থেমে আছে। ডিসেম্বরে আবার ছবির শুটিং শুরু করবেন এই সুপারস্টার। পরিবারের সঙ্গে এখন দিওয়ালি উদ্‌যাপন করবেন শাহরুখ। এরপর কিং খানসহ পুরো পরিবার আরিয়ানের সঙ্গে আলিবাগে সময় কাটাবে। শাহরুখ শুটিং শুরু করলে গৌরী ছোট ছেলে আবরাম আর আরিয়ানকে নিয়ে আলিবাগে থাকবেন।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago