নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘সেফটি ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু এবং একজন আহত হয়েছে।
রোববার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।
নিহতরা হল, উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৩ ব্লকের বাসিন্দা নাজির হোসেনর ছেলে মোহাম্মদ সাদ্দাম (২৫) এবং বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২২ ব্লকের বাসিন্দা নুরুল আমিন (২৭)।
এতে আহত হয়েছে, বালুখালী ১০ রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১২ ব্লকের বাসিন্দা মনির আহমেদের ছেলে কবির আহমেদ (৩০)।
স্থানীয়দের বরাতে শিহাব কায়ছার বলেন, সকাল থেকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টয়লেটের সেফটি ট্যাংক পরিস্কার করছিল কয়েকজন শ্রমিক। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা শ্রমিকও ছিল।
“ বিকালে কাজের এক পর্যায়ে তিনজন শ্রমিক সেফটি ট্যাংকের ভিতরে পড়ে যায়। পরে সেখানে কাজে নিয়োজিত অন্য শ্রমিক ও স্থানীয়রা দুইজনকে মৃত অবস্থায় এবং একজনকে মূর্মুষাবস্থায় উদ্ধার করে। এরপর আহত শ্রমিককে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। ”
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শিহাব।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…