নির্বাচন হবে সুষ্ঠু, অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : জেলা প্রশাসক

সোয়েব সাঈদ, রামু : কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেছেন- শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও আন্তরিক ভূমিকা রাখতে হবে। নির্বাচন নিয়ে কেউ আচরণবিধি লংঘন ও বিশৃঙ্খলা সৃষ্টি কঠোর ব্যবস্থা নেয়া হবে। সারাদেশের মতো রামুতেও নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে। জনগণ যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন।

শনিবার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রামুর ১১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাৎ হোসেন, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধী একাধিক চেয়ারম্যান প্রার্থী তাদের বক্তব্যে নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর দাবি জানান।

এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিগত নির্বাচনে সরকার দলীয় প্রার্থীরা প্রভাব বিস্তার করে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ব্যালটে সীল মারার অভিযোগ রয়েছে। তাছাড়া প্রচার-প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মূখীন হতে হতে হয়। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হলে সকল প্রার্থীদের সমান-সুযোগ দিতে হবে। প্রার্থীদের অভিযোগ গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান জেলা প্রশাসক।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago