নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে অগ্নিদ্বগ্ধ হয়েছে।
এদের মধ্যে ৯ জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান জানান, শনিবার রাত ১১ টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি ওসি।
দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওমর হায়দার বলেন, শনিবার রাতে সমুদ্রে মাছ ধরা শেষে কুতুবদিয়ার দক্ষিণ ধূরুংয়ের উলিচর এলাকার আনসার হোসেন মালিকাধীন একটি ট্রলার কূলে ফিরছিল। ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারে আগুন লেগে যায়।
” গ্যাস সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে আসলে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ট্রলারে থাকা ১২ জন জেলে অগ্নিদ্বগ্ধ হয়। পরে তারা আগুন থেকে বাঁচতে সাগরের পানিতে ঝাপ দেয়। “
ওসি বলেন, ” এসময় ঘটনাস্থলের পাশে অবস্থানকারি অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, চমেকে পাঠানো ৯ জনের মধ্য ৫ জনের অবস্থা আশংকাজনক। “
ওমর হায়দার জানান, ঘটনাস্থলের আশপাশে অবস্থানকারি অন্য ট্রলারের জেলে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডের ঘটনায় ট্রলারটির বেশীর ভাগ অংশই পুড়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…