রামু প্রতিনিধি : পিএমখালী ইউনিয়নের খরুলিয়ায় দক্ষিণ পাতলী শর্মা পাড়া এলাকায় এক তরুন ব্যবসায়িকে (সেলুন মালিক) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত রুপন শর্মা (২৫) ওই এলাকার মৃত গোপাল শর্মার ছেলে। গত ১৭ অক্টোবর তাকে অপহরণ করা হলেও এখনো তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। তবে একটি চক্র তাকে অপহরণ করার বিষয়টি স্বীকার করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছে।
এ ঘটনায় গত ২৩ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন- অপহৃত রুপনের মা মিনু শর্মা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে- ১৭ অক্টোবর বিকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে রুপন শর্মা। গত ২১ অক্টোবর রুপন শর্মা তার ব্যবহৃত মোবাইল থেকে বাড়িতে কল করে জানায়- দক্ষিণ পাতলী এলাকার আমানুল হকের ছেলে মো. আলমগীর ও আবদু করিমের ছেলে মো. তাহের এর নেতৃত্বে একটি সিন্ডিকেট তাকে অপহরণ করেছে। অপহরণের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মুক্তিপণের জন্য মারধর করছে।
রুপন শর্মার মা মিনু শর্মা জানিয়েছেন- ছেলেকে ছাড়িয়ে আনতে হলে নাকি ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। যা তার মতো দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান- কক্সবাজার মডেল থানায় অভিযোগ দেয়া হলেও এখনো পুলিশের কোন সহযোগিতা তিনি পাননি।
এ ব্যাপারে জানার জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট তদন্তকারি কর্মকর্তার মুঠোফোনে কল করলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে অপহরণের এ ঘটনায় অভিযুক্ত মো. আলমগীরের মুঠোফোনে মঙ্গলবার রাতে কল করলে সংযোগ বন্ধ ছিলো। অপহরণকারি চক্রের কবল থেকে ছেলেকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মা মিনু শর্মা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…