নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে উখিয়ার জেষ্ঠ্য বিচারিক হাকিম মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন।
রিমান্ড আদেশপ্রাপ্ত আসামিরা হল, উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকের বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে মো. রশিদ ওরফে মুরশিদ আমিন , ১-ওয়েস্ট লম্বাশিয়া ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর সালামের ছেলে নুর মোহাম্মদ ও একই ক্যাম্পের বাসিন্দা ফজল হকের ছেলে মো. আনাছ।
গত ২৩ অক্টোবর ভোররাতে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে মুহিবুল্লাহ হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছিল আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এদের মধ্যে গ্রেপ্তার আজিজুল হক ইতিপূর্বে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। যার বিরুদ্ধে মুহিবুল্লাহ হত্যায় সরাসরি অংশগ্রহণের তথ্য জানিয়েছিল এপিবিএন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯ জন আসামিকে। এর আগে মোহাম্মদ ইলিয়াছ নামের আরো এক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মো. রশিদ ওরফে মুরশিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (২৫ অক্টোবর) আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। এতে আদালত রিমান্ড শুনানীর জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদেশ দেন।
” মঙ্গলবার দুপুরে তিন আসামিকে আদালতে হাজির করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর আদেশ দেন। “
রিমান্ড মঞ্জুর হওয়া এই তিন আসামিকে আগামী ১০ কার্য-দিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আদালত আদেশ দেন বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…