কক্সবাজার জেলা

৬ রোহিঙ্গা হত্যা : ২৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় শরণার্থী ক্যাম্পের মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে; এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আইন-শৃংখলা বাহিনী ১০ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাত পৌণে ১২ টায় নিহত মাদ্রাসা ছাত্র আজিজুল হকের বাবা ও উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার ভোররাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসা একদল ‘রোহিঙ্গা দুষ্কৃতিকারি’ সশস্ত্র হামলা চালায়।

এতে মামলা বাদী নূরুল ইসলামের ছেলে ও মাদ্রাসাটির ছাত্র আজিজুল হক (২২) সহ ছয়জন নিহত হয়। আহত হয় অন্তত ১৭ জন।

নিহত অন্যরা হল,মাদ্রাসাটির শিক্ষক মো. ইদ্রীস (৩২), নুর আলম ওরফে হালিম (৪৫) ও মো. হামিদুল্লাহ (৫৫) এবং মসজিদের মুসল্লী ইব্রাহীম হোসেন (২৪), ক্যাম্পটির ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) মো. আমীন (৩২)।

তবে গ্রেপ্তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, রাতে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারিদের হামলার ঘটনায় নিহত একজনের স্বজন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ও আর্মড পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে আইন-শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

4 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

8 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

8 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

1 day ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

1 day ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

1 day ago