নিজস্ব প্রতিবেদক : সারাদেশে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তুমুল হাওয়া বইছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে ও চলছে নির্বাচনের আমেজ। জেলার ২১ ইউনিয়নে ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ২১ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ১৩২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৩ উপজেলার ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪১ জন, মহিলা সদস্য পদে ২৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৪৯ জন প্রার্থী শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমাকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর ।
দলীয় প্রতিকে এবং দলীয় একক প্রার্থী দিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করলেও অনেক ইউনিয়নে একাধিক প্রার্থী হওয়ায় শেষমেশ একতরফা নির্বাচন থেকে রক্ষা পেয়েছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে এমনটাই ঘোষনা আছে কেন্দ্রে থেকে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে প্রমান করেছে নির্বাচনের আমেজ এখনো ফুরিয়ে যায়নি।
জেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা জানান, গতকাল ১৭ অক্টোবর ৩ উপজেলার ১৩২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সদরে ভারুয়াখালীতে ৬ জন চেয়ারম্যান, ১২ জন মহিলা মেম্বার, ৫২ জন সাধারন সদস্য।
চৌফলদন্ডীতে চেয়ারম্যান ৭ জন মহিলা ১৮ জন, পুরুষ ৩৭ জন। ঝিলংজায় চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ৭ জন, পুরুষ ৪২ জন। খুরুস্কুলে চেয়ারম্যান ৪ জন, মহিলা ১৫ জন, পুরুষ ৫৩ জন। পিএমখালীতে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ১৪ জন, পুরুষ ৪২ জন।
রামু উপজেলার চাকমারকুলে চেয়ারম্যান ৮ জন, মহিলা ৭, পুরুষ ৩০ জন। ফতেখারকুলে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ৭ জন, পুরুষ ৩৭ জন। র্গজনিয়া চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার ১২ জন, সাধারণ সদস্য ৪৪ জন। ঈদগড় চেয়ারম্যান ৭ জন, মহিলা ৯ জন, পুরুষ ৩৬ জন। জোয়ারিয়ানালা চেয়ারম্যান ৬ জন, মহিলা ১২ জন, পুরুষ ৪৪জন। কচ্চপিয়া চেয়ারম্যান ৭জন, মহিলা ৮ জন, পুরুষ ৩২ জন।
খুনিয়াপালং চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ১৩ , পুরুষ ৪৩ জন। কাউয়ারখোপ চেয়ারম্যান প্রার্থী ৮ জন, মহিলা মেম্বার ১১ জন, পুরুষ ৪০ জন। রশিদনগরে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ১১ জন, পুরুষ ৩৯ জন। রাজারকুলে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, মহিলা ১৩ জন পুরুষ ৪৩ জন। দক্ষিণ মিঠাছড়িতে চেয়ারম্যান পদে ৯ জন ,মহিলা ৯ জন পুরুষ মেম্বার ৪২ জন।
উখিয়ার হলদিয়াপালং এ চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা মেম্বার পদে ১৪ জন এবং পুরুষ মেম্বার পদে রেকর্ড ৭১ জন। জালিয়াপালং এ চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ১৪ জন, পুরুষ ৫১ জন। রাজাপালং এ চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ৮ জন, পুরুষ মেম্বার ৬২ জন। রত্নাপালং এ চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ৮ জন, পুরুষ মেম্বার পদে ৪৭ জন।
পালংখালীতে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা সদস্য ১৩ জন এবং পুরুষ সদস্য পদে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ৩ পদে ১৩২৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৪৯ জন প্রার্থী গতকাল তাদের মনোনয়নপত্র স্ব স্ব রিটার্নিং অফিসার বরাবরে জমা করেছেন।
সদরের পিএমখালী, ঝিলংজা এবং ভারুয়াখালী ইউনিয়নের রিটার্নিং অফিসার –সদরের নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, যেভাবে প্রার্থীরা আনন্দচিত্তে মনোনয়ন জমা দিয়েছেন শেষ পর্যন্ত প্রার্থীরা যাতে আচরনবিধি মেনে চলে এবং পরিচ্ছন্ন ও গ্রহনযোগ্য ভোটে প্রশাসনকে সহায়তা করে তাহলে এটি একটি উৎসব হবে।
সকল প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্টরা যেন আচরণবিধি মেনে চলে, কোন ধরনের মন্দ পরিবেশ সৃষ্টি না করে সেদিকে প্রার্থীদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান এ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…