নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের তেতৈয়ায় সাবেক জামাত-শিবির নেতা ও বর্তমানে ‘এবি পার্টির’ কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর কাশেমের বিরুদ্ধে এক ব্যক্তির জমি জবরদখল, বাড়ী ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে ভূক্তভোগী পরিবার।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সড়কে ভূক্তভোগী চাষী দিদারুল আলম স্ত্রী-সন্তানদের নিয়ে এ কর্মসূচী শুরু করেন। রাত সাড়ে ৯ পর্যন্ত (এ রিপর্োট লেখা পর্যন্ত) অনশন অব্যাহত রেখেছেন।
দিদারুল আলম কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের তেতৈয়া সওদাগর পাড়ার সুলতান আহমদের ছেলে।
আমরণ কর্মসূচীতে দিদারুল বলেন, বিগত ১৯৮৪ সালে জনৈক মোহাম্মদ মিয়ার কাছ থেকে তার বাবা ২ একরের বেশী জমি কিনেন। সেই সূত্রে জমির লাগোয়া আরো দুই একর খাস জমি তারা অধ্যাবদি ভোগদখল করে আসছিল। গত ৫/৬ বছর আগে থেকে তিনি ( দিদারুল ) পরিবার নিয়ে বসবাস করছিল।
তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় জমির মূল্যও বেড়ে যায়। এতে ওই জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে জামাত-শিবিরের সাবেক নেতা ও বর্তমান এপি পার্টির কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর কাশেমের। গত ৩ জানুয়ারী রাতের আঁধারে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে বাড়ী ভাংচুর, লুটপাট ও হামলা চালিয়ে ওই জমি জবরদখল করে তার পরিবারকে উচ্ছেদ করেছে। সেই থেকে দূর্বৃত্তদের প্রাণনাশের হুমকির কারণে তিনি পরিবার সহ এলাকা ছাড়া।
তাই জমি দখলমুক্ত সহ ঘটনার ন্যায়-বিচারের দাবিতে স্ত্রী-সন্তানকে নিয়ে গায়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করতে বাধ্য হয়েছেন বলে জানান দিদারুল।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…