এক্সক্লুসিভ

ক্যাম্প থেকে অস্ত্র সহ ১৪ রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় এপিবিএন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অস্ত্র সহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে। এরা সকলেই চিহ্নিত রোহিঙ্গা দুষ্কৃতকারী বলে জানিয়েছে এপিবিএন।

এর মধ্যে অস্ত্র সহ ৬ জনকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

মঙ্গলবার ভোর পর্যন্ত কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটা তারের সামনে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক।

এর মধ্যে ক্যাম্প-১/ইস্ট এর ব্লক জির আহমদ হোসেনের ছেলে নুর হোসেন (২৭), ক্যাম্প-৪ (এক্সটেনশন) এর নুর আলমের ছেলে মোঃ ফারুক (৩৫), ২/ইস্ট এর আবদুল শুক্কুরের ছেলে নুর হোসেন (৪০) কে আটব করার পর তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ, ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অপর এক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ১ ইস্ট এর সাব মাঝি মৃত হোসেন আহমেদের ছেলে মোঃ কামাল হোসেন (৩০), ক্যাম্প-৪ (এক্সটেনশন) এর আবদুল গণির ছেলে জিয়াউর রহমান (৩১), অপহরণ মামলার ক্যাম্প ৬ এর আমিন উল্লাহ’র ছেলে আয়াতুল্লাহ (২৮) কে আটক করা হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক জানান, এব্যাপারে নিয়মিত মামলা করে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

অপর দিকে ৮ এপিবিএন সদস্য অভিযান চালানো রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের নেতা সেলিম সহ ৮ জন আটক করেছে।

সোমবার বিাগত রাত থেকে মঙ্গলবার ভোরে পর্যন্ত ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওই সময় তাদের কাছ থেকে দা, হাসুয়া , শাবল সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়।

অন্য ধৃতরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লাহ (২০) , মৃত আব্দুল গফ্ফারের ছেলে মো. আরিফ উল্লাহ (২৩),আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), ১৪ নম্বর ক্যাম্পের মৃত কাশিমের ছেলে রফিক (২১), ১৫ নম্বর ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে মো: রফিক (২৫), একই ক্যাম্পের মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া(২২) এবং ১৯ নম্বর ক্যাম্পের মৃত শফিকের ছেলে আব্দুল আমিন (২৮)।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন বলেন, সোমবার দিনগত গভীর রাতে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জামতলী ক্যাম্পের ব্লক-ডি/১৩ অভিযান পরিচালনা করে।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

6 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

11 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

11 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

1 day ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

1 day ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

1 day ago