ক্যাম্প থেকে অস্ত্র সহ ১৪ রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় এপিবিএন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অস্ত্র সহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে। এরা সকলেই চিহ্নিত রোহিঙ্গা দুষ্কৃতকারী বলে জানিয়েছে এপিবিএন।

এর মধ্যে অস্ত্র সহ ৬ জনকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

মঙ্গলবার ভোর পর্যন্ত কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটা তারের সামনে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক।

এর মধ্যে ক্যাম্প-১/ইস্ট এর ব্লক জির আহমদ হোসেনের ছেলে নুর হোসেন (২৭), ক্যাম্প-৪ (এক্সটেনশন) এর নুর আলমের ছেলে মোঃ ফারুক (৩৫), ২/ইস্ট এর আবদুল শুক্কুরের ছেলে নুর হোসেন (৪০) কে আটব করার পর তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ, ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অপর এক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ১ ইস্ট এর সাব মাঝি মৃত হোসেন আহমেদের ছেলে মোঃ কামাল হোসেন (৩০), ক্যাম্প-৪ (এক্সটেনশন) এর আবদুল গণির ছেলে জিয়াউর রহমান (৩১), অপহরণ মামলার ক্যাম্প ৬ এর আমিন উল্লাহ’র ছেলে আয়াতুল্লাহ (২৮) কে আটক করা হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক জানান, এব্যাপারে নিয়মিত মামলা করে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

অপর দিকে ৮ এপিবিএন সদস্য অভিযান চালানো রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের নেতা সেলিম সহ ৮ জন আটক করেছে।

সোমবার বিাগত রাত থেকে মঙ্গলবার ভোরে পর্যন্ত ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওই সময় তাদের কাছ থেকে দা, হাসুয়া , শাবল সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়।

অন্য ধৃতরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লাহ (২০) , মৃত আব্দুল গফ্ফারের ছেলে মো. আরিফ উল্লাহ (২৩),আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), ১৪ নম্বর ক্যাম্পের মৃত কাশিমের ছেলে রফিক (২১), ১৫ নম্বর ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে মো: রফিক (২৫), একই ক্যাম্পের মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া(২২) এবং ১৯ নম্বর ক্যাম্পের মৃত শফিকের ছেলে আব্দুল আমিন (২৮)।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন বলেন, সোমবার দিনগত গভীর রাতে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জামতলী ক্যাম্পের ব্লক-ডি/১৩ অভিযান পরিচালনা করে।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।

nupa alam

Recent Posts

রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে…

49 mins ago

আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন…

19 hours ago

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলক সী-ট্রাক চালুর মধ্য দিয়ে কক্সবাজার-মহেশখালী নৌপথে যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন…

20 hours ago

চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…

2 days ago

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…

2 days ago

মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী

১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…

2 days ago