প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, এজিপি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলমের নবম মৃত্যু বার্ষিকী ১১ অক্টোবর সোমবার। মরহুম মোহাম্মদ শাহ্ আলম ২০১২ সালের ১১ ই অক্টোবর কক্সবাজার শহরের টেকপাড়ার জনতা সড়কস্থ নিজ বাসবভনে ইন্তেকাল করেন।
তিনি ১৯৩৮ ইং সালের ১০ ই সেপ্টেম্বর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ননের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মরহুম শাহ্ আলম ১৯৭৬ সালে কক্সবাজার জেলা বারে যোগদান করেন। তিনি কক্সবাজার জেলা বারে যোগদানের পূর্বে স্বল্প সময়ের জন্য চট্রগ্রাম জেলা বারে কর্মরত ছিলেন।
আইন পেশায় নিযুক্ত থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে চকরিয়া বারের সভাপতি, কক্সবাজার জেলা বারের সহ-সভাপতি ও সদস্য হিসাবে বিভিন্ন মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বন বিভাগের কৌশলী, দীর্ঘ ৮ বছর এজিপি, এবং মৃত্যুর আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কৌশলী হিসাবে নিযুক্ত ছিলেন।
মরহুম শাহ আলম তার জীবদ্দশায় চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাস্তা ঘাট ও বিভিন্ন উন্নয়ন ও প্রতিষ্ঠায় ব্যপক ভুমিকা পালন করেন। তিনি জীবদ্দশায় অত্যন্ত সৎ, সদালাপী, বন্ধু বৎসল ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চকরিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…