নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. সাইফুল ইসলাম (১৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার মো. নাছির উদ্দিনের ছেলে।
মহিউদ্দিন বলেন, রোববার দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে ৬ জন বন্ধু মিলে গোসলে নামে। এসময় সাগরে ভাটার সময় স্রোতের টানে একজন ভেসে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লাইফ গার্ড কর্মিরা তাকে উদ্ধারে চেষ্টা চালানোর পরও সন্ধানে ব্যর্থ হন।
নিখোঁজের বন্ধু মো. তারেকুল ইসলাম বলেন, রোববার সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে ২০ জন বন্ধু মিলে মাইক্রোবাস যোগে কক্সবাজার বেড়াতে আসে। সেখানে পৌঁছে তারা প্রথমে ইনানী ও হিমছড়ি ঘুরতে যান। পরে দুপুরে কক্সবাজার সৈকতে ঘুরতে আসে।
” সৈকতে ঘুরাঘুরির এক পর্যায়ে ৬ বন্ধু মিলে সাগরে গোসল করতে যাই। এসময় সৈকতে সতর্কতামূলক লাল পতাকা উড়তে দেখে পাঁচ বন্ধু সাগরে নামতে অসম্মতি জানায়। কিন্তু সাইফুল ইসলাম বন্ধুদের কথা অমান্য করে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে ডুবো ডুবো অবস্থায় হাত উঁচিয়ে ভেসে যেতে থাকে। “
তারিকুল আরো বলেন, ” এ বিষয়টি ঘটনাস্থলের অদূরে অবস্থান করা স্থানীয় লাইফ গার্ড কর্মিদের অবহিত করা হয়। তারা একটি স্প্রীডবোট যোগে সাইফুলকে উদ্ধার করতে গেলেও ব্যর্থ হয়। “
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, নিখোঁজ যুবকের সন্ধানে লাইফ গার্ড কর্মিদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এক নারীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে ভোর…
রামু প্রতিবেদক: রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘন্টা চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধ…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া নামক এলাকায় মাছ শিকারে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।…