নিজস্ব প্রতিবেদক : মহেশখালীর হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের রায়কে ষড়যন্ত্রমূলকভাবে পাল্টে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভীর রাতে তার জয়কে ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া হয়েছে দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ওয়াজেদ আলী মুরাদ জানান, গত সোমবারের (২০ সেপ্টেম্বর) নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সহ মোট ১১ প্রার্থী অংশ নেন। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক যে ফলাফল ঘোষণা করেন তাতে তিনি মোটর সাইকেল প্রতীকে ১১টি কেন্দ্রে ৫ হাজার ৯০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোড়া পাতা প্রতীকের মো. মীর কাশেম পান ৫ হাজার ৮২৭ ভোট।
তিনি বলেন, ভোটের এই ফলাফল জেলা পুলিশের বিশেষ শাখাসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। কিন্তু উপজেলা রিটার্নিং কর্মকর্তা সোমবার রাত ২টায় যে ফলাফল ঘোষণা করেন তাতে জোড়া পাতা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর কাশেমকে চেয়ারম্যান হিসেবে জয়ী দেখানো হয়।
তিনি অভিযোগ করেন, উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ও প্রিসাইডিং কর্মকর্তারা ষড়যন্ত্রমূলকভাবে কতিপয় ক্ষমতাসীন ব্যক্তি-মহলের যোগসাজশে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছেন। এটা অবৈধ ও বে-আইনি।
এ ব্যাপারে তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের কাছে আমি লিখিতভাবে আবেদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সদরে দিনদুপুরে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত রোহিঙ্গা দুই…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সদরে দিনদুপুরে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত ২ জনকে…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি ধাওয়াই পাচারকারিদের ফেলে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নাফ নদীর লেদা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা এক…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সদরে অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়িকে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ…