হোয়ানকে জনগণের রায়ে নির্বাচিত চেয়ারম্যানকে বদলে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মহেশখালীর হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের রায়কে ষড়যন্ত্রমূলকভাবে পাল্টে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভীর রাতে তার জয়কে ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া হয়েছে দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ওয়াজেদ আলী মুরাদ জানান, গত সোমবারের (২০ সেপ্টেম্বর) নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সহ মোট ১১ প্রার্থী অংশ নেন। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক যে ফলাফল ঘোষণা করেন তাতে তিনি মোটর সাইকেল প্রতীকে ১১টি কেন্দ্রে ৫ হাজার ৯০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোড়া পাতা প্রতীকের মো. মীর কাশেম পান ৫ হাজার ৮২৭ ভোট।

তিনি বলেন, ভোটের এই ফলাফল জেলা পুলিশের বিশেষ শাখাসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। কিন্তু উপজেলা রিটার্নিং কর্মকর্তা সোমবার রাত ২টায় যে ফলাফল ঘোষণা করেন তাতে জোড়া পাতা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর কাশেমকে চেয়ারম্যান হিসেবে জয়ী দেখানো হয়।

তিনি অভিযোগ করেন, উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ও প্রিসাইডিং কর্মকর্তারা ষড়যন্ত্রমূলকভাবে কতিপয় ক্ষমতাসীন ব্যক্তি-মহলের যোগসাজশে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছেন। এটা অবৈধ ও বে-আইনি।

এ ব্যাপারে তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের কাছে আমি লিখিতভাবে আবেদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

nupa alam

Recent Posts

কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…

17 hours ago

সাগর থেকে অন্তত ২২ জেলে সহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…

20 hours ago

টেকনাফে অপহৃত দুই জন মুক্তিপণে ছাড়া

টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…

21 hours ago

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…

22 hours ago

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…

22 hours ago

গাজায় আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ : ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…

2 days ago