রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের হাঁড়িয়াখাল বেড়িবাঁধ এলাকায় ব্যাগের ভেতর থেকে মালিক বিহীন ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার ভোররাতে সাবরাং ইউপি হাঁড়িয়াখাল বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-৪হতে আনুমানিক১কিঃমিঃ উত্তর দিকে হাড়িয়াখাল এলাকা দিয়ে পাচার হবে।এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে চিংড়ির ঘের ও বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে নাফনদী পার হয়ে একটি ব্যাগ কাঁধে নিয়ে হাড়িয়াখাল গ্রামের দিখে আসতে দেখে।টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তিরা দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে বহনকৃত ব্যাগটি ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে ডুব সাঁতার দিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply