এক্সক্লুসিভ

দুঃসময়ের নেতাকর্মীদের শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখতে হবে : হুইপ স্বপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগের প্রাণের সংগঠন “প্রাক্তন ছাত্রলীগ পরিষদ” জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস স্বরণে আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোশ্যে বলেন, দুঃসময়ের নেতাকর্মীদেরকেই জননেত্রী শেখ হাসিনার ভিষণ বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আগামীতে দলের অবস্থানকে সুসংহত করার জন্য সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।

গতকাল(২৮) আগষ্ট শনিবার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী কলাতলী ৯৯ ব্রাইডল হাউসে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জাতীয় শোক দিবসের স্বরণে কর্মসূচিতে প্রধান এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ(সিআইপি), মহিলা সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের(কউক) চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মুকুল, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ এর জেলা শাখার কার্যকরী সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম(পিপি), সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, সংগঠনের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবর রহমান মাবু, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল বশর, সাবেক ছাত্রলীগ নেতা ওসমান গনি, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ জেলা আওয়ামী লীগ, জেলার আওতাধীন সকল উপজেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচির শুরুতে সকাল ১০টায় ১৫ আগষ্ট কালো রাত্রিতে ঘাতকে বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা রতন দাশ, আনিসুল হক চৌধুরী, অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু, নিরুপম পাল, শাহাদুজ্জামান শাহেদ, চন্দন শর্মা, খোরশেদ আলম কুতুবী, চেয়ারম্যান কামরুল হাসান, মাহবুবুল আলম, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী, হুমায়ুন কবির হুমু, সাবেক ছাত্রলীগ নেতা স্বরূপম পাল পাঞ্জু, কামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মানিক বৈরাগী, সাবেক ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম লিটু, চেয়ারম্যান টিপু সোলতান, সাবেক ছাত্রলীগ নেতা দেবব্রত দাশ দেবু, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- সাংবাদিক ফরহাদ ইকবাল, মহিদুল্লাহ মহিদ ও সাঈফ উদ্দিন, দপ্তর সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, নুরুল ইসলাম দানু, মির্জা ওবায়েদ রুমেল, মাহবুব কামাল হিমেল, শওকত আলী মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল রাশেদ ও মোরশেদ হোসাইন তানিম, আরমান হোসেন, নজরুল ইসলাম, দুলাল দাশ, জাফল আলম, ইসমাইল সাজ্জাদ, কফিল উদ্দিন এনি, সাবেক ছাত্রলীগ নেতা রাজিবুল হক রিকু, জালাল উদ্দীন মিটু, রউফ নেওয়াজ ভুট্টু, মোনাফ সিকদার, জমির জামি, কামরুল সোহাগ ও শাহ নিয়াজ প্রমূখ।

nupa alam

Recent Posts

সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয়

মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট বিগত ১৮ সেপ্টেম্বরের দেশের প্রায় সকল পত্রিকায় প্রধান সংবাদ-শিরোনাম ছিল ফৌজদারী কার্যবিধির,…

24 mins ago

৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনী অভিযানে ৪৮ মামলার আসামী…

28 mins ago

টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী বড় ক্যাং (বৌদ্ধ…

37 mins ago

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

21 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

1 day ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

1 day ago