ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় পাচারকারী ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২ লাখ ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার ভোররাতে সদর ইউপি হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে সদর ইউপি হাবিরছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কয়েকজন ব্যক্তিকে ব্যাগ বহন করে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় কোস্টগার্ডের সদস্যরা টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামার নির্দেশ দেয়। তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাধের ব্যাগ ফেলে পাশ্ববর্তী ঝাউ বনের মধ্যে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করে তল্লাশি করে ২ লাখ ৪৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…