নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বায়তুশ শরফ মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি এ কে আহমেদ সঞ্জুর মোরশেদ।
নিহত মোহাম্মদ আরাফাত (১০) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার হাছন আলীর ছেলে। সে স্থানীয় বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
ঘটনায় গ্রেপ্তাররা হল, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর ও তার ছেলে মোহাম্মদ রিফাত (১৭)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, বৃহস্পতিবার রাতে সোনাইছড়ি বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার সবাই এশার নামাজের পর খাবার খেতে যায়। এসময় মোহাম্মদ রিফাত নামের স্থানীয় এক যুবক মোহাম্মদ আরাফাতকে মাদ্রাসার বাথরুমে নিয়ে গিয়ে গলার কাধে ছুরিকাঘাত করে।
” এতে আরাফাতের শোর-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে গেলে রিফাত পালিয়ে যায়। পরে আরাফাতকে স্থানীয়রা উদ্ধারকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, ” ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। “
নিহতের চাচা আইনজীবী মোহাম্মদ রিদুয়ান বলেন, ঘাতক রিফাতও বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। আরাফাতের সঙ্গে অসদাচরণের দায়ে দুই বছর আগে তাকে মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। এ নিয়ে আরাফাতের উপর রিফাত ক্ষুদ্ধ ছিল।
ওসি সঞ্জুর মোরশেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…