নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বায়তুশ শরফ মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি এ কে আহমেদ সঞ্জুর মোরশেদ।
নিহত মোহাম্মদ আরাফাত (১০) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার হাছন আলীর ছেলে। সে স্থানীয় বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
ঘটনায় গ্রেপ্তাররা হল, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর ও তার ছেলে মোহাম্মদ রিফাত (১৭)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, বৃহস্পতিবার রাতে সোনাইছড়ি বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার সবাই এশার নামাজের পর খাবার খেতে যায়। এসময় মোহাম্মদ রিফাত নামের স্থানীয় এক যুবক মোহাম্মদ আরাফাতকে মাদ্রাসার বাথরুমে নিয়ে গিয়ে গলার কাধে ছুরিকাঘাত করে।
” এতে আরাফাতের শোর-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে গেলে রিফাত পালিয়ে যায়। পরে আরাফাতকে স্থানীয়রা উদ্ধারকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, ” ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। “
নিহতের চাচা আইনজীবী মোহাম্মদ রিদুয়ান বলেন, ঘাতক রিফাতও বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। আরাফাতের সঙ্গে অসদাচরণের দায়ে দুই বছর আগে তাকে মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। এ নিয়ে আরাফাতের উপর রিফাত ক্ষুদ্ধ ছিল।
ওসি সঞ্জুর মোরশেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…